এগারো পেরিয়ে বারোয় পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি খালেদ হোসেনের উদ্যোগে দিন ব্যাপি নানা কর্মসূচীর আয়োজন করা হয় ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে প্রথমে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কেক কেটে এশিয়ান টিভির প্রতিনিধি খালেদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার হৃদয় মাহমুদ চয়ন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরে হাবিব টিটন, প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, সাংবাদিক মিজানুর রহমান রাজু, রিপন আকন্দ, ওবাইদুল ইসলাম রানা ইস্কান্দার রহমান, লিটন মিয়া লাকু , লাল চাঁন বিশ্বাস সুমন, রাসেল প্রমুখ।
বক্তারা এশিয়ান টিভি উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন সেই সাথে পূর্বের ন্যায় ধারাবাহিক ভাবে গাইবান্ধার দুর্ভোগ ও সফলতার সংবাদ গুলো আরো বেশি বেশি প্রচারের প্রত্যাশা করেন। পরে দুপুরে এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন আর রশিদ সি আর পির নির্দেশনায় প্রেসক্লাব গাইবান্ধা চত্বরে অসহায়, গরীব ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয় ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
























