দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবছর ১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর প্রকাশিত ফলাফলে পাস করেনি কেউ। শতভাগ অকৃতকার্য়ের তালিকায় রয়েছে এই বিদ্যালয়টি।
রোববার (১২ মে) এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ হলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম।
এ বিষয়ে ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম মিয়া বলেন, এবার ১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলো। এর মধ্যে একজনও পাস করেনি। নিয়মিত ৯ জনের ৮ জন অংকে ও একজন ইসলাম ধর্মে অকৃতকার্য। অনিয়মিত ৫ জন অন্যান্য বিষয়ে অকৃতকার্য হয়েছে।
তিনি আরও বলেন, এমপিওভূক্ত এই প্রতিষ্ঠানে ১৩ জন শিক্ষক রয়েছে। গত বছর পরীক্ষা দিয়েছিলো ১৬ জন। পাস করেছে ১৩ জন। এ রকম ভরাডুবি কখনো হয়নি আমাদের বিদ্যালয়ে।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট