বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

ভালো লাভ হচ্ছে চীনাবাদাম চাষে

মো. রফিকুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর)
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
মো. রফিকুল ইসলাম: স্বল্প খরচ, স্বল্প পরিশ্রমেই বাজিমাত করতে যাচ্ছে উচ্চ ফলনশীল লোরি জাতের চীনাবাদাম চাষ। পরিত্যক্ত জমিতে যে কোনো ফসলের থেকে ভালো লাভ হচ্ছে এ চীনাবাদাম চাষে। এতে তেমন পরিচর্যারও প্রয়োজন নেই, নেই রাসায়নিক সারেরও তেমন ব্যবহার। কৃষকের মধ্যে বাম্পার ফলনের আশা জাগিয়েছে। অনেক কৃষক এ চীনাবাদাম চাষে আগ্রহ প্রকাশ করেছেন।
দিনাজপুরের চিরিরবন্দরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পরীক্ষামূলক প্রথমবারের ছয়টি প্রদর্শনীতে প্রান্তিক পর্যায়ের ছয়জন কৃষক প্রায় ৩ একর জমিগে উচ্চ ফলনশীল লোরি জাতের চীনাবাদাম চাষ করছেন। ফলন ভালো হওয়ায় ভালো লাভবানও হবেন এমনটাই প্রত্যাশা কৃষকদের। ফলে স্বল্পমেয়াদি অর্থকরী ফসল চীনাবাদামের চাষ ব্যাপক সম্প্রসারিত হবে বলে মনে করছে কৃষিবিভাগ।
উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকার কৃষক মো. আব্দুর রাজ্জাক জানান, ‘তিনি ২০ শতক জমিতে লোরি জাতের চীনাবাদাম চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। ওই জমিতে তিনি ৬-৭ মণ বাদাম ফলন পাবেন বলে আশা করেছেন। বাজারে বর্তমানে প্রতিমণ চীনাবাদাম ৪-৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।’
উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর গ্রামের চাষি ওমর ফারুক বলেন, ‘ উপজেলা কৃষি অফিসের পরামর্শে ও প্রণোদনায় আমি প্রায় এক একর জমিতে উচ্চ ফলনশীল লোরি জাতের চীনাবাদাম চাষ করেছি। বাদাম চাষে খরচও অনেক কম। কোনোরকম নিড়ানীও দিতে হয় না। আশা করছি, বাদামের ফলন ভালো হবে ও দামও ভালো পাবো।’
ফতেজংপুর ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রেজওয়ানুল হক বলেন, ‘অন্যান্য ফসল চাষের তুলনায় বাদাম চাষে খরচ অনেক কম। বীজ বপন ও পরিপক্ক বাদাম উত্তোলন পর্যন্ত তেমন খরচও নেই বললেই চলে।’
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, ‘চীনাবাদামের পুষ্টিগুণ অনেক। চীনাবাদাম একটি উৎকৃষ্ট ভোজ্য তেলবীজ ও স্বল্পমেয়াদি অর্থকরী ফসল। এর বীজে শতকরা ৪৮-৫০ ভাগ তেল ও ২২-২৯ ভাগ আমিষ রয়েছে। চীনাবাদামের গড় ফলন প্রতি হেক্টরে ২-২.২ মেট্রিক টন। আশা করি, চীনাবাদামের ভালো ফলন পেয়ে কৃষক লাভবান হবেন।’

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন