রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

গাইবান্ধায় বন্যায় ৭৬ কোটি টাকার ফসলহানি

তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

তোফায়েল হোসেন জাকির: সম্প্রতি গাইবান্ধায় বয়ে যাওয়া বন্যায় ৩ হাজার ৯৭৩ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৬ কোটি ৩৮ লাখ টাকা। এ নিয়ে চরম দুশ্চিন্তায় ভুগছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

সোমবার (২৯ জুলাই) দুপুরে গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। ওই বন্যায় ভুট্রা, শাকসবজি, কলা, তিল, বাদাম, পাট ও রোপা আমন বীজতলা নষ্ট হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহের দিকে অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়া নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলে বন্যায় প্লাবিত হয়। ফলে জেলার সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। একই সঙ্গে নিমজ্জিত হয় কৃষি ফসল। ফলে পানির নিচে ৬ হাজার ৪৩৬ হেক্টর ফসল আক্রান্ত হলে তার মধ্যে ৩ হাজার ৯৭৩ হেক্টর জমির ফসলহানী হয়েছে। বর্তমানে বন্যার পানি নেমে গেলেও চিন্তা কমেনি কৃষকদের। তারা যেসব ফসল ঘরে তুলে পরিবারের চাহিদা পুরণের স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন চুরামার করেছে রাক্ষুসি বন্যা। এখন কীভাবে ঘুরে দাঁড়াবেন, এ নিয়ে কৃষকদের কপালে পড়ছে দুশ্চিন্তার ভাঁজ।

ফুলছড়ির ব্রহ্মপুত্র নদ তীরের বাসিন্দা নজমল হোসেন বলেন, চলতি মৌসুমে ভুট্রা, বাদামসহ ৪ বিঘা জমিতে আরও বেশ কিছু ফসলাদি আবাদ করছিলেন। কিন্ত বানের পানির তাণ্ডপে নষ্ট হয়েছে সেইসব ক্ষেত। এখন এই ক্ষতি কীভাবে পুষিয়ে নিবো এই নিয়ে চিন্তায় পড়ছি।

সুন্দরগঞ্জের আজগর আলী নামের আরেক কৃষক জানান, এবারের বন্যায় তার ৩ বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতা চাচ্ছেন তিনি।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানজিমুল হাসান জানান- সম্প্রতি বয়ে যাওয়া বন্যার কৃষকের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি নিরূপণ করে অফিসে জমা করেছেন।

গাইবান্ধা জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, এবারের বন্যায় ৬৬ হাজার ৮৬৯ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকদের ক্ষতির তথ্য সংশ্লিষ্টগণকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে তাদের প্রণোদনার ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন