রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামী দিলো গলায় ফাঁস

তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে আসাদুজ্জামান মিয়া আসাদুল (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

বুধবার (৩১ জুলাই) দুপুরের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মৃত্যু আসাদুজ্জামান ওই গ্রামের খোকা মিয়ার ছেলে।

স্বজনরা জানায়, আসাদুলের সঙ্গে তার স্ত্রীর মনোমানিল্য ঘটে। এরই জেরে স্ত্রী বাড়ি থেকে বেড় হয়ে  অজানার উদ্দেশ্যে যায়। একপর্যায়ে মঙ্গলবার (৩০ জুলাই) রাতে নিজ ঘরে শুয়ে পড়ে আসাদুল। পরদিন বুধবার সকালে ঘরের ভেতর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখা যায়। তার স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্নহত্যা করেছে প্রাথমিক ধারণা করছেন তারা।

এ তথ্য নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল কালাম আজাদ বলেন, ধরাণা করা হচ্ছে- স্ত্রীর সঙ্গে অভিমান করে আসাদুজ্জামান আত্নহত্যা করেছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন- সুরুতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন