শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় সংহতি সমাবেশ

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

সারাদেশে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ এবং অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে- নিপীড়নবিরোধী নাগরিক সমাজ নামের একটি সংগঠন।

শনিবার (৩ আগস্ট) বিকেলে বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা শহরের ১নং ট্রাফিক মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পেশাজীবিসহ সব শ্রেণির মানুষরা অংশ নেয়।

সংহতি সমাবেশ চলাকালে বক্তব্য রাথেন- শিক্ষাবিদ মাজহার-উল-মান্নান, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অধ্যাপক রোকেয়া খাতুন, প্রভাষক মোস্তাফিজুর রহমান মুকুল, প্রভাষক আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট নওশাদুজ্জামান নওশাদ, অভিভাবক গোলাম রব্বানী, জাহাঙ্গীর কবির তনু, মনজুর আলম মিঠু, গোলাম রব্বানী মুসা, শিক্ষার্থী মৃত্তিকা, অ্যাডভোকেট আফজাল হোসেন সিরাজ, অভিভাবক বিজলী বেগম, ফারিয়া খাতুন, শিক্ষার্থী স্বস্তি, সামিউল আহমেদসহ আরও অনেকে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন