শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

ফ্যাসিবাদি স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত দেশ

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আজ ফ্যাসিবাদি স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত হয়েছে। শেখ হাসিনার জালিম সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখেছিল। জনগণ কেউ ভয়ে মুখ খুলতে পারেনি। জনগণ স্বাধীন দেশে আজ স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে।

ছাত্র-জনতার একদফা দাবিতে শেখ হাসিনা পদত্যাগ করায় মঙ্গলবার (৬ আগস্ট) গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে শহরে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন বক্তারা।দলীয় কার্যালয় চত্বরে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল আউয়াল আরজু, মোশাররফ হোসেন বাবু, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, ইলিয়াস হোসেন, বিএনপি নেতা ডা: আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, অ্যাড. মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম লিপন, ইউনুস আলী খান দুখু, তারেকুজ্জামান তারেকসহ আরও অনেকে।

এর আগে আনন্দ মিছিলটি গাইবান্ধা দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।  এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, তাঁতী দলসহ অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এতে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকে নেতাকর্মীকে শান্ত থেকে সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন