শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

পাবনায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, (পাবনা)
  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (৬ আগস্ট) গভীর রাতে  কাশি নাথপুর-কাজিরহাট সড়কের নতুন বাজার কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি দুইজনের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, বেড়া উপজেলার কাজিরহাট থেকে কাশিনাথপুরে যাচ্ছিল সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশা।
পথে নতুন বাজার কবরস্থানের কাছে পাবনা থেকে কাজিরহাটগামী হাসান পরিবহন নামের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়।
এসময় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই শিশুসহ তিনজন নিহত হয়। আহত হয় দুজন। তাদের উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতদের একজন ঈশ্বরদী উপজেলার বেদুনদিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে সালভি ইসলাম (২৩)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলেন জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন