অন্তর্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোন আলেম দেশের টাকা মেরে, বিদেশে বাড়ি করেন নাই। যারা দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি ও সম্পদ গড়েছেন তারা দেশপ্রেমিক হতে পারেন না। গত ২৮ অক্টোবর সোমবার রাত ৮টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী উচ্চ বিদ্যালয় মাঠে রাবেতা ওলামাউল মাদারিসের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জান্নাতে যেতে হলে নবী-রাসুলের তরিকা মেনে চলতে হবে। নবীর সুন্নতের আলোকে জীবন গড়তে হবে। হালাল উপার্জন করতে হবে। মাদক থেকে সমাজকে বাঁচাতে হলে সন্তানদেরকে কোরআন ও হাদিসের সঠিক শিক্ষা দিতে হবে।
রাবেতা ওলামাউল মাদারিসের দিনাজপুর জেলা সভাপতি আলহাজ্ব মাও. আনোয়ার হোসাইন নদভীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে জামিয়া ইসলামিয়া আজিজিয়া আনোয়ারুল উলুম হিলি’র মহাপরিচালক আলহাজ্ব হযরত মাও. শামসুল হুদা খান দা. বা., দারুল হিকমাহ মাদরাসার শাইখুল হাদিস আলহাজ্ব মাও. মতিউর রহমান কাসেমী দা. বা., দিনাজপুর নিউটন মাদরাসার মুহতামীম আলহাজ্ব মাও. শরিফুল ইসলাম দা. বা. ও প্রবাস বন্ধু পোল্ট্রি এন্ড চিকসের প্রোপাইটার মাও. মনিরুজ্জামান দা. বা. প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও সম্মেলনে মুফতি জুনায়েদ কাসেমী দা. বা., মাও. মাহমুদুল হাসান ফেরদৌস দা. বা., মাও. মুফতি নুর আলম নোমানী দা. বা., মাও. হুমায়ুন কবির মিলনপুরি দা. বা. প্রমূখ বক্তব্য রাখেন। সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক, সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেকসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 























