শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেয়াল পত্রিকা প্রজাপতি’র নবম সংখ্যা প্রকাশ

রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের দেয়াল পত্রিকা প্রজাপতি’র নবম সংখ্যা উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে সারাবেলা কার্যালয়ে প্রজাপতি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাংস্কৃতিককর্মী আফরোজা বেগম লুপু।

এসময় শিশুদের সাংস্কৃতিক চর্চা, নেতৃত্ব তৈরি ও বিকাশ তথা সৃজনশীল কাজে রেডিও সারাবেলার কার্যক্রম প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিও সারাবেলা’র স্টেশন ম্যানেজার গোলাপ মোস্তাফিজ। চাইল্ড ক্লাবের সংবাদ বিষয়ক সহ-সম্পাদক সারা ওয়ালিউরের সঞ্চালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- চাইল্ড ক্লাবের আহবায়ক আফিসা আলিফ।

প্রজাপতি’র এ সংখ্যায় স্থান পেয়েছে গাইবান্ধা জেলার শিশুদের লেখা ছড়া, কবিতা, কৌতুক, ধাঁধাঁসহ নিজ হাতে আঁকা ছবি। এটি সম্পাদনা করেছেন আফিসা আলিফ। অলংকরণ করেছেন- আফিসা, সারা, আবির ও আনান।

জনপ্রিয়

দেয়াল পত্রিকা প্রজাপতি’র নবম সংখ্যা প্রকাশ

প্রকাশের সময়: ০৫:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের দেয়াল পত্রিকা প্রজাপতি’র নবম সংখ্যা উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে সারাবেলা কার্যালয়ে প্রজাপতি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাংস্কৃতিককর্মী আফরোজা বেগম লুপু।

এসময় শিশুদের সাংস্কৃতিক চর্চা, নেতৃত্ব তৈরি ও বিকাশ তথা সৃজনশীল কাজে রেডিও সারাবেলার কার্যক্রম প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডিও সারাবেলা’র স্টেশন ম্যানেজার গোলাপ মোস্তাফিজ। চাইল্ড ক্লাবের সংবাদ বিষয়ক সহ-সম্পাদক সারা ওয়ালিউরের সঞ্চালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- চাইল্ড ক্লাবের আহবায়ক আফিসা আলিফ।

প্রজাপতি’র এ সংখ্যায় স্থান পেয়েছে গাইবান্ধা জেলার শিশুদের লেখা ছড়া, কবিতা, কৌতুক, ধাঁধাঁসহ নিজ হাতে আঁকা ছবি। এটি সম্পাদনা করেছেন আফিসা আলিফ। অলংকরণ করেছেন- আফিসা, সারা, আবির ও আনান।