মহান বিজয় দিবস গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভসূচনা করা হয়।
এরপর সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেইসাথে দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া এবং জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এছাড়া প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত কর্মসূচিতে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন, থানার ওসি তাজ উদ্দিন খন্দকর ও বিএনপি-জামায়াতের নেতাসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
























