গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সকল সংগঠন ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে বিশিষ্ট সাংবাদিক ও বান্না এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. নজরুল ইসলামকে আহবায়ক এবং সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজুকে সদস্য সচিব করে ৯ সদস্যের একটি কমিটির নাম ঘোষণা করা হয়।
সেই সাথে সাংবাদিকদের পূর্বের সকল সংগঠন অকার্যকর করার পাশাপাশি “সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেস ক্লাব” নামের একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।
বুধবার বিকেল ৩ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ সম্মিলিত প্রেস ক্লাবের আহবায়ক মো. নজরুল ইসলাম।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিটি ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। সেকারণেই বিভিন্ন ভাগে বিভক্ত গণমাধ্যম কর্মীদের একত্রিত করা হলো। সাংবাদিকদের এ ইউনিটি বা শক্তি সবসময় সুন্দরগঞ্জের হয়ে কাজ করবে বলেও প্রত্যাশা এ সাংবাদিক নেতার।
আহবায়ক কমিটির বাকি সদস্যরা হলেন, জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবু সোলায়মান সরকার সাজা, বিএনপির উপজেলা আহবায়ক মো. বাবুল আহমেদ, পৌর আহবায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া নিপন, জামাতের পৌর আমীর অধ্যক্ষ মো. একরামুল হক বাবলু, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন বুলু ও উপজেলা প্রেসক্লাবে সাবেক সভাপতি মো. শাহজাহান মিয়া।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
























