রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

গাইবান্ধার সামগ্রিক উন্নয়নে সমস্যা চিহ্নিতকরণ-সমাধান করণীয় শীর্ষক সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

গাইবান্ধা জেলার সামগ্রিক উন্নয়নে সমস্যা চিহ্নিতকরণ, সমাধান ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা শহরের জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গাইবান্ধা জেলা।

শুরুতে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সাদুল্লাপুরের কৃতী সন্তান নাজমুল হাসান সোহাগ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

কর্মসূচিতে আলোচনায় অংশ নেন জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল হাসান সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ফিহাদুর রহমান দিবস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহবায়ক মাসুদ মিয়া, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম আকাশ, শাকিল শেখ, সদস্য সচিব বায়েজীদ বোস্তামী জ্বীম, যুগ্ম সদস্য সচিব রিজন মন্ডল, জাতীয় নাগরিক কমিটি গাইবান্ধা সদর উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য রাশেদুল ইসলাম জুয়েল, মোহাম্মদ ফিদা হাসান, আবুল বাসার, সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য এ.আর আতিক, কলেজ শিক্ষক সৌরভ হাসান ও সমাজসেবক মনিরুজ্জামান সবুজসহ অন্যান্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন- গাইবান্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মেহেজাবিন জিম, অতনু সাহা, সাঘাটা জাতীয় নাগরিক কমিটির সদস্য মাহামুদ মোত্তাকিম মন্ডল, সাদুল্লাপুর উপজেলা শাখার সদস্য রওশন আলম পাপুল ও সুন্দরগঞ্জ উপজেলা শাখার সদস্য মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।

সেমিনারে শয্যা সংকটের সমাধানসহ গাইবান্ধা জেনারেল হাসপাতালে ২৫০ শয্যার জনবল অনুমোদন, ইপিজেড, পাইপলাইনে গ্যাসসংযোগ, গাইবান্ধা-পলাশবাড়ী চার লেন সড়ক, ফুলছড়ির বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌরুটে যমুনা-ব্রহ্মপুত্রের উপর সেতু, গাইবান্ধা থেকে ঢাকা পর্যন্ত ডাবল লাইন রেলপথ, বন্যায় ফসলসহ পথঘাট রক্ষায় জেলার সকল নদী ও খালের দুই পাড়ে সম্পুর্ণ বাঁধ, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের ধাপেরহাটে ট্রমা হাসপাতাল, গাইবান্ধা জেলা শহর থেকে সাদুল্লাপুর উপজেলা হয়ে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কের রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ, নদীভাঙনরোধে সিসি ক্লক দিয়ে স্থায়ীভাবে নদীর তীর সংরক্ষণ, শিল্প কলকারখানা ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপক সুযোগ সৃষ্টি, কৃষি পণ্য সংরক্ষণের জন্য যথাযথ উদ্যোগ গ্রহন এবং গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনকে ভেঙে চার উপজেলাকে পৃথক চারটি সংসদীয় আসন ঘোষণাসহ জেলার উন্নয়নে বিভিন্ন দাবির কথা তুলে ধরেন আলোচকরা।

 

এসব উন্নয়নে সমস্যা সমাধান করে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয় সেমিনারে। সেই সাথে জেলার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করতে স্মারকলিপি, গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলেও জানান আয়োজকরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন