নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন হত্যার ঘটনায় থানা একটি মামলা হয়েছে। এ মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার একাধিক নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাদুল্লাপুর হাইস্কুল মাঠে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর চৌমাথা মোড়ে সমবেত হয়। সেখানে পথসভা করেন জামায়াতের নেতাকর্মীরা।
এর আগে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে দলটির সাদুল্লাপুর উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী সকল কর্মসূচি উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার রাজনৈতি সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, সাদুল্লাপুর উপজেলা শাখার আমীর এরশাদুল হক ইমন, সেক্রেটারী মো. সিরাজুল ইসলাম, সহ সেক্রেটারী মুফতি মাওলানা শফিউজ্জামান সুমন এবং লোকমান হোসেন, মাওলানা আব্দুর রউফ মিয়া, শাহাবুল আলম কাজল, শহিদুল ইসলাম, ইসমাইল হোসেন মন্ডল, আব্দুল হাদি, মাইদুল ইসলামসহ অনেকে।
সমাবেশ ও পথসভায় বক্তরা বলেন, আব্দুল্লাহ আল মামুন কতিপয় দুর্বৃত্তের হাতে নিহত হয়েছেন। এ হত্যার অংশগ্রহণকারী প্রকৃত খুনীদের রক্ষার্থে হীন ষড়যন্ত্র করতে নিরাপরাধ কিছু জামায়াতের নেতাকর্মীদের আসামি করে মামলা করা হয়েছে। এইসব আসামিদের মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানান তারা।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট