দিনাজপুরের খানসামা উপজেলায় একটি পোল্ট্রি খামারে অগ্নিকান্ডের ঘটনায় তিন হাজার মুরগিসহ সম্পূর্ণ খামারটি ভস্মিভূত হয়েছে। এতে অন্তত সাড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী গ্রামের বটতলা বাজারের সন্নিকটে ঘটেছে।
ক্ষতিগ্রস্ত ফার্মের মালিক হাসান আলী, বেলাল হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে ফার্মটিতে আগুন লাগে। এসময় ফার্মের লোকজন ঘুমিয়ে ছিল। মূর্হুতের মধ্যেই আগুন চর্তুদিকে ছড়িয়ে পড়ে। আমরা স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে সংবাদ দিই। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আমাদের ফার্মের ১৫ দিন বয়সী ৩ হাজার মুরগিসহ সবকিছু আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে অন্তত সাড়ে ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ফার্মের চারিদিকে প্রচুর প্লাস্টিক থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ওই ফার্মটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, অগ্নিকান্ডে পোল্ট্রি খামার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি দুঃখজনক। অগ্নিকান্ডের ঘটনা প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সচেতন থাকতে হবে। এ লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য উপজেলা প্রশাসন কাজ করছে।