বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল  ও সমাবেশ

জাহিদ. স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলী গণহত্যার প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুর ২ টার দিকে ছাত্রজনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ জামে মসজিদ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাহিরগোলা জামে মসজিদের সামনে এসে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আতাউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগরীর সাবেক সভাপতি মাহমুদ হাসান, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুক রাহমানী, বাহিরগোলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন ও সুন্দরগঞ্জ পৌর শিবিরের সভাপতি নোমান আব্দুল্লাহসহ অনেকে বক্তব্য দেন সমাবেশে।
বক্তারা বলেন, ‘গাজার নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর হামলা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। শিশু, নারী ও বৃদ্ধসহ নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ববাসীকে এ গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবীও জানান সমাবেশে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন