বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম মারা গেছেন।
বুধবার রাত একটা পনেরো মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি ফুসফুস, কিডনি, হার্টের রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। দুই সপ্তাহ আগে কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন তিনি।
এইচ টি ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তারা।
পরিবার জানিয়েছে, এইচ টি ইমামের প্রথম জানাজা সকাল ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে তার মরদেহ। পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বরেন্য এই রাজনীতিবিদকে।
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম মারা গেছেন
-
জাগো২৪.নেট,ডেস্ক - প্রকাশের সময়: ০৯:৪৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- ৩
জনপ্রিয়

























