শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় আল আমিন ও স্বপন কুমার গুণী শিক্ষক নির্বাচিত

বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন যথাক্রমে টংগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল্যাহ আল আমিন এবং পূর্ব দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার দাস।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার জানান, ব্যক্তিগত পারদর্শিতা, পেশাগত নিষ্ঠা, দক্ষতা, মানবিক গুণাবলী, সামাজিক অবস্থান ও ব্যবস্থাপনা সক্ষমতা বিবেচনায় তাদের এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাদের অবদানকে সম্মান জানাতে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। এ স্বীকৃতি অন্য শিক্ষকদের আরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

খানসামায় আল আমিন ও স্বপন কুমার গুণী শিক্ষক নির্বাচিত

প্রকাশের সময়: ০৭:১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন যথাক্রমে টংগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল্যাহ আল আমিন এবং পূর্ব দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার দাস।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার জানান, ব্যক্তিগত পারদর্শিতা, পেশাগত নিষ্ঠা, দক্ষতা, মানবিক গুণাবলী, সামাজিক অবস্থান ও ব্যবস্থাপনা সক্ষমতা বিবেচনায় তাদের এ স্বীকৃতি প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাদের অবদানকে সম্মান জানাতে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। এ স্বীকৃতি অন্য শিক্ষকদের আরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।