দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও চিরিরবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান প্রেসক্লাবের উপদেষ্টা তৈয়বুল আলম আর আমাদের মাঝে নেই।
তিনি গতকাল ২৫ জুন দিবাগত রাত পৌঁণে ৪টায় রংপুর ডক্টরস্ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, অসংখ্যা আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ ২৬ জুন শনিবার দুপুর আড়াইটায় নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া, চিরিরবন্দর প্রেসক্লাবের সভাপতি মো. আকতার হোসেন হামদু, সহ-সভাপতি অধ্যক্ষ ইউসুফ আলী, আফছার আলী খান, সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ বুলবুল শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















