বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি’র জয় নিশ্চিত ভেবে সরকার ফেয়ার নির্বাচনে ভয় পায়। বর্তমান সরকারের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি ।
শনিবার (৯ অক্টোবর) বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পাঠান স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থালতা মাঝগ্রাম ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আওয়ামীলীগ সরকার জনগনের বাক স্বাধীনতাকে হরণ করে নিয়েছে। মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে।
বিএনপি নেতা আব্দুল মজিদ মাসুদ রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি নেতা কেএম খাইরুল বাশার, সহিদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনি, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম মাষ্টার, যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান শাহিন, বেলায়েত হোসেন আদর, যুবদল নেতা প্রভাষক জিল্লুর রহমান, ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের বিএনপির আহ্বায়ক মাসুদ রানা মজিদ, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নজরুল ইসলাম, আব্দুল হামিদ মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এস আই সুমন, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বগুড়া 























