আগামী দুই দিনের মধ্যে গরম অনুভূতি কমতে শুরু করবে এবং উত্তরাঞ্চলে মধ্যরাতে সামান্য শীতের দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, সারা দেশে শীত আসতে আরো কিছুটা সময় লাগবে। শীতের শুরুটা হবে উত্তরাঞ্চল দিয়ে, তারপর দক্ষিণাঞ্চল। আর ঢাকায় ডিসেম্বরের আগে বলার মতো শীত পাওয়ার সুযোগ নেই।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে এবং বর্ধিত পাঁচ দিনে তামপাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে শ্রীলঙ্কার অদূরে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সুত্রঃ বার্তা২৪.কম
নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 
























