শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, দেশে বর্তমানে শহরের পাশাপাশি গ্রামেও অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। স্কুল, কলেজ, মাদরাসাগুলোতে আধুনিক একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করে যাচ্ছেন। উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হবেই। শিক্ষার্থীদের স্বাধীনতার চেতনা ও মর্যাদার জন্য লড়াইয়ের মানসিকতায় বড় হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আগামীদিনে জাতিকে অগ্রসর হতে হবে।
সোমবার বিকেল ৬টায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নবীপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
নবীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক হুইপ আলহাজ্ব মিজানুর রহমান মানুর সভাপতিত্বে বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন করতে কাজ করছে। শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে। করোনা পরবর্তীতে নতুন উদ্যোমে শিক্ষা কার্যক্রম চালানো হবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, জেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-প্রকৌশলী সুলতানুর রহমান, উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো. জিয়াউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, উপজেলা যুবলীগ সভাপতি সুমন দাস ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশফাকুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনোয়ারুল ইসলাম। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 






















