জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এএইচ এম গোলাম শহীদ রঞ্জু বলেছেন, দেশে সু-শাসন প্রতিষ্ঠায় জাতীয় পার্টির বিকল্প নেই। জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও মহুম রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ উপলদ্ধি করতে পেরেছিলেন যে, ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। গ্রামের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত কৈচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন দল থেকে শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাইস চেয়ারম্যান আরও বলেন, জাতীয় পার্টির শ্বাসনামলে প্রশাসন বিকেন্দ্রীকরণ করে উপজেলা পদ্ধতি চালু করে প্রশাসনকে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিছেন। যার সুফল সাধারণ মানুষ আজও ভোগ করছে। তাই আগামী সকল নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য সাঘাটা- ফুলছড়িবাসিসহ দেশবাসির প্রতি তিনি আহ্বান জানান।
কামালেরপাড়া ইউপি সদস্য ও আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুর রশিদ মন্ডলের নেতৃত্বে এ অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন ইউনিয়ন জাপা সভাপতি হারুন অর রশিদ মন্ডল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সাঘাটা উপজেলা জাপা সাধারণ সম্পাদক শাহ আলম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বুলেট, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাঘাটা উপজেলা যুবসংহতির সভাপতি মোজাফ্ফর হোসেন, কামালের পাড়া ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক ডা. আশরাফুল ইসলাম ও ছাত্র সমাজ নেতা হারুন আর রশিদ প্রমূখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 






















