নতুন প্রযুক্তিগত উদ্ভাবন, উৎকর্ষতা এবং এর বিবর্তনের সঙ্গে সঙ্গে নিরাপত্তার সমস্যা বাড়বে। তাই ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) গণভবনে ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’-এর তৃতীয় সভায় দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ’প্রযুক্তি যেমন আমাদের জন্য সুযোগ তৈরি করে, তেমনি সমস্যারও সৃষ্টি করতে পারে। নিরাপত্তা নিয়ে আমাদের নতুনভাবে ভাবতে হবে। ব্যাংকে জমা হওয়া টাকা থেকে শুরু করে সব ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।’
যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ’আমাদের তরুণ সম্প্রদায়ের সংখ্যা বেশি। আমরা যদি তাদের উপযুক্ত করে গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট এ যেতে পারবে। সঙ্গে সঙ্গে আমরা শিক্ষা দীক্ষা, শিল্প-বাণিজ্য, অর্থনীতি সব দিক থেকে এগোতে পারবো। সুত্রঃ সিটি নিউজ ঢাকা
নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 
























