প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন গাইবান্ধার সাত উপজেলার ৬৯৪ টি ভূমিহীন-গৃহহীন পরিবার। ইতোমধ্যে উপকারভোগিদের জন্য জমি ও গৃহ হস্তান্তর প্রস্তুতি নেওয়া হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. অলিউর রহমান গণমাধ্যম কর্মীদের মাঝে এ সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেন।
জানা যায়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ভূমিহীন-গৃহহীনের জন্য জমির মালিকানাসহ ৬৯৪ টি ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে গাইবান্ধা সদর ৪২ টি, সুন্দরগঞ্জে ২১০, গোবিন্দগঞ্জে ২৪৫ টি, সাদুল্লাপুরে ৪০ টি, ফুলছড়িতে ১২ টি, সাঘাটায় ১০০ টি ও পলাশবাড়ী উপজেলায় ৪৫ টি ঘর বরাদ্দ রয়েছে।
আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালভাবে ওইসব ঘর ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে করবেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চাবি হস্তান্তর করবেন তিনি।
প্রত্যেকটি ঘরের বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছেন উপকারভোগি ও সংশ্লিষ্টরা।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করতে ইতোমধ্যে উপকারভোগি নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
























