আগামী ১২ অক্টোবর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল।
একই বৈঠকে দেশের ৬১ জেলা পরিষদে নির্বাচনের জন্য আগামী ১৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
গত ২২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলে রাব্বী মিয়া। এর দুইদিন পর তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ আসনটিতে উপনির্বাচনের দিনক্ষণ জানাল নির্বাচন কমিশন। সুত্রঃ ঢাকামেইল
নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 
























