জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা–১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশ আজকে এক ক্রান্তিলগ্নে আছে। একটা দল ছিল যারা ২০০৪ সালে বিদ্যুতের জন্য অনেকগুলো খাম্বা তৈরি করেছিলো। এই খাম্বার জন্য তখন হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। বর্তমান সরকার দিন দিন দেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এ যেন ব্যাংক গিলে খাওয়ার সরকার। এই সরকার লুটপাটের প্রশ্রয় দেওয়ার সরকার। প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে৷ তবে তার পাশের যে ব্যবসাতন্ত্র আছে, যে ব্যবসায়ীক ধনিকতন্ত্ররা দেশটাকে আড়কে কুড়ে খাচ্ছে।
শুক্রবার (২ ডিসেম্বর) রাতে সুন্দরগঞ্জ ডিড রাইটার (ডি.ডব্লিউ) সরকারি কলেজ মাঠে সুন্দরগঞ্জ পৌর জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ও মহিলা পার্টির দ্বি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি আরও বলেন, এই সরকার বিদ্যুৎ উৎপাদন করলো, খাম্বা তৈরি করলো না৷ সেই বিদ্যুৎগুলো ক্যাপাসিটি চার্জের জন্য ৮৯ হাজার কোটি টাকা সরকারকে ডেমারেজ দিতে হচ্ছে। এসব জনগণের টাকা, আমাদের টাকা। এখনো বিশ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ বাকি আছে দুই মিলিয়ন। এ সমস্ত দায় যখন মিটানো হবে তখন আমাদের কত রিজার্ভ থাকবে আমরা জানিনা। আমাদের মানুষের শঙ্কা কাগজ কেনার টাকা থাকবে কি না। ওষুধ কেনার টাকা থাকবে কি না, কৃষি পণ্যের টাকা থাকবেনা কি না। দেশের অর্থনীতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা অর্থ মন্ত্রীকেও এসব নিয়ে কোন বক্তব্য দিতে দেখিনা। এ দেশে অর্থ মন্ত্রী আছে কিনা সেটাও আমাদের সন্দেহ হয়। আমরা অপেক্ষা করি দেশের অর্থনৈতিক সংকটে অর্থ মন্ত্রী কি বলে। শুনতে পেরেছি অর্থ মন্ত্রী নাকি অফিসেই করেন না। দেশ চলবে কিভাবে, জাতি চলবে কিভাবে। পরিত্রাণ হবে কিভাবে। জাতীয় পার্টিকে এগিয়ে আসতে হবে। জিএম কাদের দেশের স্বার্থে কথা বলেছিলেন, জনগণের স্বার্থে কথা বলেছিলেন। জিএম কাদের এদেশকে বাচাঁনোর চেষ্টা করেছিলেন। ইনশাআল্লাহ জিএম কাদেরের নেতৃত্বে সামনে জাতীয় পার্টি বিশাল একটি শক্তিশালী দলে পরিণত হবে।
সুন্দরগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলুর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর শাহিন প্রামাণিকের সঞ্চালনায় সম্মেলনে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ–সভাপতি মাওলানা আবুল হোসাইন, আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, যুগ্ম–সম্পাদক কওছর আযম হান্নু, বেলকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল ইসলাম রানা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাবু, যুব সংহতির সভাপতি সাইদুর রহমান, ছাত্র সমাজের সভাপতি শাহ্ সুলতান সরকার সুজন, মহিলা পার্টির সভাপতি আক্তার বানু ইতি, অটোশ্রমিক পার্টির সভাপতি রিপন মিয়া, কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব খায়রুজ্জামান লিটন, পৌর ছাত্র সমাজের আহ্বায়ক সুমন মহন্ত প্রমূখ।
সম্মেলনে দ্বিতীয় পর্বে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি পৌর পৌর জাতীয় ছাত্র সমাজ, জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ও মহিলা পার্টির কমিটি ঘোষণা করেন। এতে পৌর ছাত্র সমাজের সভাপতি ড্যানিস সরকার, সিনিয়র সহ–সভাপতি সুমন চন্দ্র মহন্ত, সাধারণ সম্পাদক ইমন সরকার, সাংগঠনিক সম্পাদক সুমন সরকার।
পৌর যুব সংহতির সভাপতি মাহবুবুর রহমান মিলন, সাধারণ সম্পাদক নয়ন সরকার, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ রয়েল।
পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লেলিন সরকার, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক রিজু সরকার।
পৌর মহিলা পার্টির সভাপতি আলেয়া বেগম, সাধারণ সম্পাদক মল্লিকা বেগম, সাংগঠনিক সম্পাদক মিনারা বেগম। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 





















