গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বর্তমান প্রজন্মের সন্তানের শিক্ষাক্ষেত্রে এগিয়ে চলেছে। তারা এসএসসিতে ভালো ফলাফল করে ভর্তির সুযোগ পাচ্ছে দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এসব শিক্ষার্থীর মধ্যে ২০ জনকে দেওয়া হলো সংবর্ধনা।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুর শহরের ফ্রেন্ডস এ.বি.আর.এস শিবরাম আদর্শ বিদ্যাপীঠ ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী এই অনুষ্ঠানের আয়োজন করে।
ওই বিদ্যাপীঠটির চত্বরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, অধ্যক্ষ শফিকুল আলম, আমিনুল ইসলাম বুলবুল, উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খন্দকার জিল্লুর রহমান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন, সাংবাদিক শাহজাহান সোহেল, তাজুল ইসলাম রেজা, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, রাজনৈতিক হাফিজার রহমান বাদল, এসটিএম রুহুল আলম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যাপীঠের শিক্ষক আব্দুর রাজ্জাক।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। এছাড়াও শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার।
এর আগে অনুষ্ঠানের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে শিক্ষার্থীদের ক্রেষ্ট-কলম-ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট