মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন

কোন সাম্প্রদায়িক অপশক্তিকে বাংলার মাটিতে ঠাঁই দেয়া হবে না: মাহমুদ আলী এমপি

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি বলেছেন-কোন সাম্প্রদায়িক অপশক্তিকে বাংলার মাটিতে ঠাঁই দেয়া হবে না। তাদের সকল ষড়যন্ত্র ও বিষদাঁত ভেঙ্গে দেয়া হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের ফুটানীগঞ্জে ২৪ প্রহরব্যাপি শ্রী শ্রী মহানাম সংকীর্তন ও শ্রী শ্রী রাধা গোবিন্দ অষ্টকালীন লীলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিমউদ্দিন গোলাপ, উপজেলা মহিলা লীগের সভাপতি তরুবালা রায় প্রমূখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন