মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন

লালমনিরহাটে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন 

শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
প্রতিবন্ধীদের সম্পর্কে নেতিবাচক মানসিকতা পরিহার করুন তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলুন। “প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, সম্পদ”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে উদ্বোধন হলো অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয়।
রবিবার দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্যাহ জেলা প্রশাসক লালমনিরহাট। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি উত্তম কুমার রায়ের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জন্নাত আরা ফেরদৌস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ আব্দুল বারী জেলা শিক্ষা অফিসার, আরডি এস,ঢাকা জেনারেল সেক্রেটারী গাউসুল আযম, কবি,সাহিত্যিক ও বিশিষ্ট সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, ইদ্রিস আলী চেয়ারম্যান কুলাঘাট ইউনিয়ন পরিষদ, মাহাতাব আলী সদস্য সচিব সদর উপজেলা জাতীয় পাটি, গকুল রায় বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক লালমনিরহাট। এ সময় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী, অভিভাবক বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন