লালমনিরহাটে আন্তঃ বিভাগীয় ভলিবল প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) বিকাল ৩টায় লালমনিরহাটের শহিদ সোহরাওয়ার্দী রেলওয়ে খেলার মাঠে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোঃ আব্দুস সালাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহী মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল, রাজশাহী প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই-খুদা। এ বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলী ও বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিএসএ লালমনিরহাটের সাধারণ সম্পাদক আহসান হাবিবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় লালমনিরহাট বনাম পাকশী, রাজশাহী বনাম সৈয়দপুর, পাকশী বনাম রাজশাহী, সৈয়দপুর বনাম লালমনিরহাট দল অংশগ্রহণ করেন।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 
























