প্রতিটি মানুষ যেন সুন্দরভাবে বেঁচে থাকে, প্রতিটি মানুষকে যেন সুন্দর সমাজ গড়ে তুলে দিতে পারি, বলে এ মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
বুধবার (২২ মার্চ) গাইবান্ধা সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ গিনি বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষ যারা ভূমিহীন ও গৃহহীন রয়েছেন তাদের মধ্যে জমিসহ সেমিপাকা ঘর বিতরণ করা হচ্ছে। সেই সাথে সকলের বিদ্যুৎ ও পানি সাশ্রয় করতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রেজাউল ইসলাম প্রমুখ। সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এর আগে বুধবার (২২ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে সারাদেশের ন্যায় সদর উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গাইবান্ধার ৬ উপজেলার ১ হাজার ১৭টি পরিবারকে জমি ও গৃহের কবুলিয়ত, নামজারীর কাগজসহ জমি ও ঘর হস্তান্তর করা হয়।
এদিকে গাইবান্ধার অন্যান্য উপজেলার ন্যায় সাদুল্লাপুর উপজেলাও অনুরূপ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, জেলা প্রশাসক মো. অলিউর রহমান, রংপুর স্থানীয় সরকার বিভাগের পরিচালক ফজলুল কবীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসান বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক প্রমুখ।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট