সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সমকালীন ছড়াঃ পাত্রের চরিত্র

সমকালীন ছড়াঃ পাত্রের চরিত্র

কবি হাবিবুর রহমান

 

পাত্রের চরিত্র ভালো চাঁদা ছাড়া চলেনা,

নামাজ রোজা রাখেনা সত্য কথা বলেনা।

যৌতুক বেশি চায়না বাবা তার নামাজি,

বংশে আছে ভালো হাজি মানুষে কয় পাজি৷

দল করে পদ ভালো পাত্র মুচকি হাসে,

দোকান বিল লাগেনা মুখে কথা বলেনা।

জনপ্রিয়তা যা আছে মেয়ে কেউ দেয়না,

পাত্রের চরিত্র ভালো খারাপ তো কয়না।

পাত্রের চরিত্র ভালো চ্যাটেই কথা কয়,

হুন্ডা দাপিয়ে চলে কাউকে করেনা ভয়।

জনপ্রিয়

সমকালীন ছড়াঃ পাত্রের চরিত্র

প্রকাশের সময়: ০৭:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

সমকালীন ছড়াঃ পাত্রের চরিত্র

কবি হাবিবুর রহমান

 

পাত্রের চরিত্র ভালো চাঁদা ছাড়া চলেনা,

নামাজ রোজা রাখেনা সত্য কথা বলেনা।

যৌতুক বেশি চায়না বাবা তার নামাজি,

বংশে আছে ভালো হাজি মানুষে কয় পাজি৷

দল করে পদ ভালো পাত্র মুচকি হাসে,

দোকান বিল লাগেনা মুখে কথা বলেনা।

জনপ্রিয়তা যা আছে মেয়ে কেউ দেয়না,

পাত্রের চরিত্র ভালো খারাপ তো কয়না।

পাত্রের চরিত্র ভালো চ্যাটেই কথা কয়,

হুন্ডা দাপিয়ে চলে কাউকে করেনা ভয়।