মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন

করোনা ভ্যাকসিন নিয়ে সংশয় কমায়,আগ্রহ বাড়ছে

স্বাস্থ্য ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

দিনে দিনে করোনা ভ্যাকসিন নিয়ে সংশয় কাটছে মানুষের। প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে টিকা নেয়া মানুষের সংখ্যা।
শনিবার সকাল থেকে সরকারি হাসপাতালগুলোতে টিকা নিতে ভিড় করছেন গ্রহীতারা।

হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরাও বলছেন, টিকা নিতে প্রথমদিকে মানুষের সংখ্যা কম ছিল, এখন দিনে দিনে সেই সংখ্যা বাড়ছে। অনলাইনে রেজিস্ট্রেশনের পর পছন্দসই হাসপাতালে টিকা নিচ্ছেন।

প্রতিদিন আড়াই থেকে তিন লাখ মানুষ টিকা গ্রহণের জন্য নিবন্ধিত হচ্ছেন। আজ সকাল পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা ১৪লাখ ৩৪ হাজার ৮১৩ জন। বিপুল উৎসাহউদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর পঞ্চাশটি হাসপাতলে একযোগে চলছে টিকা প্রদান কার্যক্রম। এ পর্যন্ত সারাদেশে ৬লাখের বেশি মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন।

সকাল থেকে শুরু হয়ে টিকা দান কর্মসূচি চলে বিকেল তিনটা পর্যন্ত। এদিকে স্পট রেজিস্ট্রেশন বন্ধ থাকলেও এখনও কেউ কেউ কেন্দ্রে ভিড় করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন