রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ানে প্রসূতির কোলজুড়ে পুত্রসন্তান

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

দীর্ঘ ৭ বছর পর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম চালু করা হয়েছে। শুরুতে সফল সিজারিয়ানে জিম্মি আক্তার (২০) এক পুত্রসন্তান জন্মদান করেন।

মঙ্গলবার (১৯ মার্চ)  সকাল সাড়ে ১১ টার দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশনের মাধ্যমে জিম্মি আক্তারের কোলজুড়ে আসে ফুটফুটে পুত্রসন্তান।

এই সফল সিজারিয়ান অপারেশনের নেতৃত্ব দেন- জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাক্তার সাবরিনা পারভীন, জুনিয়র কনসালটেন্ট এনেস্থেসিয়া ডাক্তার আতিকুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার উলফাত আরা ইমু,  ওটি ইনচার্জ সিস্টার ফাতেমা বানু।

সিজারিয়ান পর বর্তমানে মা ও তার পুত্র সন্তান উভয়ে সুস্থ আছেন। এদিকে সফল এ সিজারিয়ান অপারেশন সফল করার  রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার এবিএম আবু হানিফ  ও গাইবান্ধা সিভিল সার্জন গাইবান্ধা ডাক্তার আব্দুল্লাহেল মাফি পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন টিমকে  অভিনন্দনসহ প্রসূতি মা ও নবজাতকের সুস্থতা কামনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন