গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হাবীবের সঙ্গে সাদুল্লাপুর প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সাদুল্লাপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হাবীব, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল, প্রেসক্লাবের উপদেষ্টা মাহমুদুল হক মিলন, মোস্তাফিজার রহমান ফারুক, সহ সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির, কোষাধ্যক্ষ নয়ন কুমার, সাবেক সভাপতি শাহজাহান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মন্ডল পলাশ, সদস্য আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ছোলায়মান সরকার, আসাদুজ্জামান প্রমুখ।
সভায় সাদুল্লাপুর উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান করাসহ বিভিন্ন উন্নয়ন সম্ভাবনাময় ও সমস্যাদি তুলে ধরা হয়। এসময় সাংবাদিকদের সর্বাত্নক সহযোগিকা কামনা করেন ইউএনও।
পরে সাদুল্লাপুর প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। একই সঙ্গে দুইজন নতুন সদস্য যুক্ত ও একজনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 
























