আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেও এবার মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যে তিনি যাচ্ছেন না। তবে তার পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।আগামীকাল শনিবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাবেন বিশিষ্টজনেরা। করোনা মহামারির কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা জানানোর ওপর জোর দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে মাস্ক ছাড়া একজনও শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে পারবেন না। এছাড়া দল পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে দুজনের বেশি প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানান তিনি।
জাগো২৪.নেট,ডেস্ক 
























