শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন

নন্দীগ্রামে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে এবার জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রাণী দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রাণী দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, স্থানীয় মৎস্য সম্প্রসারণ কর্মী বাবলু মিয়া ও মিজানুর রহমান মাসুম প্রমুখ।
পরে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন