দিনাজপুরের চিরিরবন্দরে লনটেনিস কোর্ট ও খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা চত্বরে উপজেলা টেনিস একাডেমির আয়োজনে লনটেনিস কোর্ট ও খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক।
এসময় সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল আলম, স্কাউটস কমিশনার মাহতাবউদ্দিন সরকার, স্কাউটসের সহকারি কমিশনার আলহাজ্ব ইউসুফ আলী, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখসহ সকল সরকারি কর্মকর্তা, উপজেলা টেনিস ক্লাব ও টেনিস একাডেমির সদস্যবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
























