গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেছেন- সেই স্বৈরাচার দোসরদের এখনও যারা সহযোগি করার চেষ্টা করছেন তাদের কঠোরভাবে দমন করা হবে। ইতোমধ্যে একটি চক্র বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই সেই আন্দোলনে শহীদদের রক্ত কখনও বৃথা যেতে দেবনা। তাদের রক্তের বিনিময়ে দেশ নতুন করে স্বাধীন হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে সাদুল্লাপুর উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. মইনুল হাসান সাদিক বলেন, বিএনপি যাতে করে ক্ষমতায় না আসতে পারে সে বিষয়ে স্বৈরাচার দোসরদের চক্রান্ত চলছে। তাই এ চক্রান্তকে মোকাবিলা করে সাধারণ জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। সেইসঙ্গে আমাদের কোন নেতাকর্মীদের আচারণে সাধারণ মানুষ যেনো কষ্ট না পায় সেদিকে সবাইকে আন্তরিক হতে হবে।
সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় উপজেলা যুবদলের আহবায়ক মাইদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু, উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস সালাম মিয়া, যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম, মোস্তাফা রহমান, শফিউল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন রাখু, যুগ্ন আহবায়ক মাসুদ কবির রানা, মাসুদ আকন্দ, রবিউল ইসলাম, শাহীন আল পারভেজ, মানিক খন্দকার, শাহ ইমরান হোসেন, একরামুল হকসহ আরও অনেকে।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমক্তি কামনায় দোয়া মাহফিল ও পরে স্থানীয় রোগিদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট