মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরের ইছামতি ডিগ্রি কলেজ মাঠে ৮ দলীয় নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ টুর্ণামেন্টের উদ্বোধন ও আলোচনা সভা এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি চিরিরবন্দর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা পরিষদের সাবেক সদস্য ও ইছামতি ডিগ্রি কলেজের সভাপতি মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়ন।
মঙ্গলবার রাতে উপজেলার রানীরবন্দর ইছামতি জনতা পাঠাগার ও ক্লাব এ ৮ দলীয় নাইট ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করে।
অনুষ্ঠানে মহান বিজয় দিবসের আলোচনা সভা, নাইট ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন ও খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ইছামতি জনতা পাঠাগার ও ক্লাবের সভাপতি মো. নুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সদস্য উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও সাতনালা ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক শাহ, নশরতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আফজালুর রহমান মানিক, ইছামতি ডিগ্রি কলেজের বিদ্যুোৎসাহী সদস্য এবিএম সামসুল বারী, উপজেলা শ্রমিকদলের সদস্য রানীরবন্দর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. শাহজাহান আলী, ইউনিয়ন বিএনপির সদস্য ও ব্যবসায়ী আলতাফ হোসেন শাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলায় সৈয়দপুরের নিউ রানা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ায় ১২ হাজার টাকা ও রানীরবন্দর নুরল স্পোর্টিং ক্লাব রানাসআপ হওয়ায় ৮ হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
























