জাতীয় গ্রন্থাগার দিবসে গাইবান্ধায় এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, গ্রন্থাগার কেবল বইয়ের সংগ্রহশালা নয়, এটি জ্ঞানের বাতিঘর। আমাদের সকলের উচিত নিয়মিত গ্রন্থাগার পরিদর্শন করা এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া।
বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে গাইবান্ধা নিউটন প্রিপারেটরী স্কুলে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বই ঘর পাঠাগার এর আয়োজনে অনুষ্ঠিত এবছরের কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল- সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানের শুরুতেই একটি র্যালিতে শিক্ষার্থী এবং শিক্ষক অংশ নেন। শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। যেখানে গ্রন্থাগারের গুরুত্ব, পাঠাভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা ও ডিজিটাল যুগে বইয়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
এসময় বক্তব্য রাখেন- নিউটন প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক সুকমল চন্দ্র সরকার, সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্র সরকার, বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মেহেদী হাসানসহ বই ঘর পাঠাগারের সদস্যরা।
পরে শিক্ষার্থীদের জন্য বই পড়া কর্মসূচি ও পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা তাদের বই পড়ার আগ্রহ আরও বাড়াবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান বলেন, বই ঘর পাঠাগারের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। ভবিষ্যতে আরও বেশি মানুষকে গ্রন্থাগারমুখী করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

























