তোফায়েল হোসেন জাকির: গাইবান্ধা পৌরসভার নিয়ন্ত্রধীন একটি উন্মুক্ত স্থান পৌরপার্ক। সকাল-সন্ধ্যায় অনেক দর্শনার্থী এখানে বিনোদনের জন্য আসেন। এ পার্কের মাঝে রয়েছে একটি পুকুর। এটি পাড়ে দাঁড়িয়ে সারি সাড়ি পলাশ বৃক্ষ। ইতোমধ্যে ফাগুনের ছোয়া ফুটিয়েছে আগুন রাঙা পলাশ ফুল। আর এই ফুলের উঁকিতে উচ্ছ্বসিত দর্শণার্থীরা।
সম্প্রতি গাইবান্ধা পৌরপার্কে দেখা গেছে- ফুটন্ত পলাশ ফুলের মুগ্ধকর দৃশ্য। নীল আকাশের দিকে উঁকি দেওয়া এই ফুলের সৌন্দর্য উপভোগ করছেন অনেকে। কেউ কেউ তুলছেন সেলফি, কেউ বা কুড়িয়ে নিচ্ছেন ঝড়ে পড়া ফুলগুলো।
এসময় কথা হয় শাহনাজ আমিন মুন্নি নামের এক নাট্য ও আবৃতিকারের সঙ্গে। তিনি বলেন, ঋতুপরিক্রমায় এসেছে বসন্তকাল। এখন প্রকৃতি সেজেছে নানা রঙে। বসন্ত মানেই ফুলের সমারোহ। এরই মধ্যে পৌরপার্কের গাছে-গাছে উঁকি দিচ্ছে আগুন রাঙা পলাশ ফুল। আর ডালে ডালে পাখিদের বিচরণ। ঝড়ে পড়ছে পাপড়ী। এতে প্রকৃতিপ্রেমিরা যেন মন রাঙানো পলাশের সৌন্দর্যে মাতাল হয়ে উঠেছেন।
গাইবান্ধা পৌরপার্কে আসা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু বলেন, কোকিলের কুহুতানে মাতাল বসন্তরাণী। এরই ছোয়ায় পৌরপার্কে আগুনের লেলিহান শিখার মতো দাউ দাউ করে জ্বলছে পলাশ ফুলের রূপ। এই রূপের টানে মুগ্ধ হাজারও দর্শনার্থী।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 
























