রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নারী বিষয়ক সুপারিশমালা বিতর্কিত ও অগ্রহণযোগ্য: আবদুল হালিম

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা পবিত্র কুরআন, ইসলাম ও মুসলিম পরিচয়ের সাথে সাংঘর্ষিক। দেশের ধর্মীয় মূল্যবোধ, ভারসাম্য, পারিবারিক কাঠামো ও সামাজিক স্থিতিশীলতাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এ সুপারিশ মালার মাধ্যমে। যতদ্রুত সম্ভব অগ্রহণযোগ্য ও বিতর্কিত নারীবিষয়ক এ সুপারিশমালা বাতিলের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. আবদুল হালিম।

মঙ্গলবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি।

দলের উপজেলা দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার নিকট গত ১৯ এপ্রিল নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বে যে প্রতিবেদন দেয়া হয়েছে তা ইসলাম ও মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যশীল নয়। কমিশনের সুপারিশমালার ২৫ পৃষ্ঠায় মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে নারী-পুরুষকে সমান সম্পত্তি দেওয়ার দাবি জানানো হয়েছে, যা ইসলামী শরিয়তের পরিপন্থী।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম ও জেলা নায়েবে আমীর মোমা জেদুর রহমান সরকার।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আতাউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও মো. ফয়সাল কবির, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, নুরুন্নবী প্রধান, সাইফুল ইসলাম মন্ডল, খাইরুল আমিন, অধ্যাপক ফেরদৌস আলম ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মানসহ অনেকে।

জনপ্রিয়

নারী বিষয়ক সুপারিশমালা বিতর্কিত ও অগ্রহণযোগ্য: আবদুল হালিম

প্রকাশের সময়: ১০:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা পবিত্র কুরআন, ইসলাম ও মুসলিম পরিচয়ের সাথে সাংঘর্ষিক। দেশের ধর্মীয় মূল্যবোধ, ভারসাম্য, পারিবারিক কাঠামো ও সামাজিক স্থিতিশীলতাকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এ সুপারিশ মালার মাধ্যমে। যতদ্রুত সম্ভব অগ্রহণযোগ্য ও বিতর্কিত নারীবিষয়ক এ সুপারিশমালা বাতিলের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. আবদুল হালিম।

মঙ্গলবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলনে এসব কথা বলেন তিনি।

দলের উপজেলা দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার নিকট গত ১৯ এপ্রিল নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বে যে প্রতিবেদন দেয়া হয়েছে তা ইসলাম ও মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যশীল নয়। কমিশনের সুপারিশমালার ২৫ পৃষ্ঠায় মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করে নারী-পুরুষকে সমান সম্পত্তি দেওয়ার দাবি জানানো হয়েছে, যা ইসলামী শরিয়তের পরিপন্থী।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম ও জেলা নায়েবে আমীর মোমা জেদুর রহমান সরকার।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আতাউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও মো. ফয়সাল কবির, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, নুরুন্নবী প্রধান, সাইফুল ইসলাম মন্ডল, খাইরুল আমিন, অধ্যাপক ফেরদৌস আলম ও ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মানসহ অনেকে।