শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তরুণদের ভাবনা বাস্তবায়ন করবেন তারেক রহমান

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেছেন- তরুণদের বিএনপির প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে আগামী ২৪ মে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে এবং তাদের ভাবনা বাস্তবায়ন করবেন তারেক রহমান।

সোমবার (১৯ মে) বিকেলে তারুণ্যের রাজনীতি অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মইনুল হাসান সাদিক বলেন, বাংলাদেশে সাড়ে ৪ কোটি তরুণ ভোটার রয়েছে। তারেক রহমান এই তরুণদের চিন্তা-ভাবনা ধারণ করতে চান।

তিনি আরও বলেন, স্বৈরচার-ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৫ বছর লড়াই করে ৬৫ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। তখন আমরা বাড়ি ছাড়া হয়েছিলাম। আগামী দিনে সেই ফ্যাসিবাদের বিচার এদেশে করা হবে। এখন আমরা আশা করছি তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন ঢাকায় কোটি জনতার ঢল নামবে। যেসব রুটলেস রাজনৈতিক চাপাবাজ ও ধর্ম ব্যবসায়ী দল রয়েছে সেগুলো সেইদিনের জনস্রোতে ভেসে যাবে।

সাদুল্লাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নয়ন কবির নয়ন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মাহামুদুল হাসান মামুন, শোয়েব হক্কানি, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপনসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাদুল্লাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মশিউর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকার।

অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

জিম্মি ইউএনওকে সেনাবাহিনীর উদ্ধার মহড়া

তরুণদের ভাবনা বাস্তবায়ন করবেন তারেক রহমান

প্রকাশের সময়: ০৮:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেছেন- তরুণদের বিএনপির প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে আগামী ২৪ মে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে এবং তাদের ভাবনা বাস্তবায়ন করবেন তারেক রহমান।

সোমবার (১৯ মে) বিকেলে তারুণ্যের রাজনীতি অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মইনুল হাসান সাদিক বলেন, বাংলাদেশে সাড়ে ৪ কোটি তরুণ ভোটার রয়েছে। তারেক রহমান এই তরুণদের চিন্তা-ভাবনা ধারণ করতে চান।

তিনি আরও বলেন, স্বৈরচার-ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৫ বছর লড়াই করে ৬৫ লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। তখন আমরা বাড়ি ছাড়া হয়েছিলাম। আগামী দিনে সেই ফ্যাসিবাদের বিচার এদেশে করা হবে। এখন আমরা আশা করছি তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন ঢাকায় কোটি জনতার ঢল নামবে। যেসব রুটলেস রাজনৈতিক চাপাবাজ ও ধর্ম ব্যবসায়ী দল রয়েছে সেগুলো সেইদিনের জনস্রোতে ভেসে যাবে।

সাদুল্লাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নয়ন কবির নয়ন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মাহামুদুল হাসান মামুন, শোয়েব হক্কানি, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপনসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাদুল্লাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মশিউর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকার।

অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।