জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে নাজমুল হাসান সোহাগকে প্রধান সমন্বয়কারী ও চার জনকে যুগ্ন সমন্বয়কারী এবং ২০ জন সদস্যসহ মোট ২৫ সদস্য বিশিষ্ঠ এই কমিটির অনুমোদন হয়।
শনিবার (১৪ জুন) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠনক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেন।
আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটি অনুমোদন দিয়েছেন তারা।
গাইবান্ধা জেলা সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ফিহাদুর রহমান দিবস, রাশেদুল ইসলাম জুয়েল, ইঞ্জিনিয়ার মাহমুদ নাসের ও মাহমুদ মোত্তাকিম।
এছাড়া অধ্যাপক সোহরাব সোহেল, রায়হান শরীফ, এড. জাকিউল ইসলাম স্বাধীন, কাজল রেখা (পিংকি মনি), এস এম মনিরুজ্জামান সবুজ, সৌরভ আহমেদ, আব্দুল মতিন সরকার, এসএম রিহাদ মাহামুদ, ওয়াহিদুজ্জামান রোমেল, ছহীহ আহমেদ (ছোটন), আল শাহাদৎ জামান, মাহমুদুল হাসান সৌরভ, আতিক শাহরিয়ার শান্ত, আব্দুল মাজেদ, ফরিদ হাসান, নুর আলম মিয়া, আলতাফুর রহমান দিসার, আল নাহিয়ান সৈকত, মাসুদ উর রহমান (আরিফ) ও মতিউর রহমান সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে এনসিপির নবগঠিত গাইবান্ধা জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ বলেন, গাইবান্ধা জেলাকে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ রাজনৈতিক সচেতন জেলা হিসাবে সকল মানুষের মাঝে গ্রহণযোগ্য দল গঠন করতে আমার কমিটির সকলকে নিয়ে এনসিপির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাবো। সকল ধর্ম-বর্ণ থেকে শুরু করে ছাত্রছাত্রী, যুবক-যুবতী, সিনিয়র সিটিজেনসহ সকলের প্রিয়দল হিসাবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাবো। সেইসঙ্গে আমাকে গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী হিসাবে মনোনীত করার জন্য এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব ও আমার গাইবান্ধা নেতাকর্মীদের অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি চেষ্টা করবো তাদের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 
























