স্যাটেলাইট চ্যানেল এসএ টেলিভিশনের সংবাদ উপস্থাপক ও গাইবান্ধার সাদুল্লাপুরের বাসিন্দা গোলেনুর খাতুনের বাবা আব্দুল গনি মিয়া (৬৫) আর নেই। হঠাৎ অসুস্থ হয়ে চলে গেছেন না ফেরার দেশে। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে সাদুল্লাপুরের বাড়ি থেকে বাসযোগো ঢাকা যাওয়ার পথে গাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন তার ছেলে সানজিদ শেখ।
মৃত্যুকালে তিনি স্ত্রী সাহেরা বেগম, মেয়ে গোলেনুর খাতুন ও ছেলে সানজিদ শেখসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল গনি মিয়া সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের মৃত কিনা মামুদ মুন্সীর ছেলে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আব্দুল গনি মিয়া দীর্ঘ দিন ধরে ঢাকায় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতেন। সেখানে মগবাজার এলাকায় মেয়ে গোলেনুর খাতুনের বাসায় থাকতেন। এরই মধ্যে গ্রামের বাড়িতে ফিরে আসেন। এখান থেকে মঙ্গলবার রাতে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথিমধ্যে অসুস্থ হয়ে পড়েন। রাত ১ টার দিকে বাসের দায়িত্বশীল লোকজন আব্দুল গনি মিয়ার ফোন থেকে স্ত্রীকে ফোন দেন। পরে ভোর বেলার দিকে ঢাকায় ওই বাস থেকে আব্দুল গনি মিয়ার মরদেহ তার মেয়ে গোলেনুর খাতুন গ্রহণ করেন।
এদিকে তার মৃত্যুতে বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ সব পেশা-শেণির মানুষ শোক প্রকাশসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এ তথ্য নিশ্চিত করে মরহুম গনি মিয়ার একমাত্র ছেলে সানজিদ শেখ বলেন, বুধবার বাদ আছর জানাজা নামাজ শেষে স্থানীয় গণকবর স্থানে তাকে সমাহিত করা হবে। মরহুমের আত্নার শান্তি কামনায় সকলের কাছে দোয়া প্রত্যাশী তার ছেলে ও মেয়ে।
জাগো/টিএইচ জাকির
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 























