শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট হাসিনার কিলিং মিশনের শিকার সাবেক এমপি আজিজ

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান বলেছেন, সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজ ছিলেন দ্বীনের জন্য নিবেদিত প্রাণ। তিনি রাজনৈতিক কারণে নানা পর্যায়ে হয়রানির শিকার হন এবং ফ্যাসিস্ট হাসিনা তথাকথিত যুদ্ধাপরাধীর মামলা দিয়ে তাকে দেশান্তরিত করেন। দেশের বাইরে অবস্থানকালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি হাসিনার কিলিং মিশনের শিকার হয়েছেন এবং তার মৃত্যু পরিকল্পিত রাজনৈতিক প্রভাবের ফল।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল আজিজের চতুর্থ মৃত্যুবার্ষিকী এবং মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মাজেদুর রহমান বলেন, মাওলানা আব্দুল আজিজ আধুনিক সুন্দরগঞ্জের উন্নয়নের রূপকার। ইসলামী আদর্শকে মানুষের জীবনে প্রতিষ্ঠিত করতে তিনি আজীবন সংগ্রাম করেছেন। দরিদ্র ও অসহায় মানুষের প্রতি তার সহানুভূতি আমাদের প্রেরণা যোগাচ্ছে। তার স্বপ্নময় সুন্দরগঞ্জকে আরও উন্নত ও সমৃদ্ধ করার চেষ্টা চালিয়ে যাব।

উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ আজিজিয়া বায়তুন নুর জামে মসজিদে এ আয়োজন করেন মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশন।

এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের সহ-সভাপতি রাশেদুল ইসলাম বাবু।

সংগঠনটির সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সজিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সমাজ কল্যাণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ, সদস্য গোলাম রব্বানী বুলবুলসহ অনেকে।

পরে মাওলানা আব্দুল আজিজের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম। শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ী গ্রামের মৃত আজিজল হকের ছেলে নজরুল ইসলামকে ২ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়।

জনপ্রিয়

ফ্যাসিস্ট হাসিনার কিলিং মিশনের শিকার সাবেক এমপি আজিজ

প্রকাশের সময়: ০৮:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান বলেছেন, সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজ ছিলেন দ্বীনের জন্য নিবেদিত প্রাণ। তিনি রাজনৈতিক কারণে নানা পর্যায়ে হয়রানির শিকার হন এবং ফ্যাসিস্ট হাসিনা তথাকথিত যুদ্ধাপরাধীর মামলা দিয়ে তাকে দেশান্তরিত করেন। দেশের বাইরে অবস্থানকালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি হাসিনার কিলিং মিশনের শিকার হয়েছেন এবং তার মৃত্যু পরিকল্পিত রাজনৈতিক প্রভাবের ফল।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল আজিজের চতুর্থ মৃত্যুবার্ষিকী এবং মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মাজেদুর রহমান বলেন, মাওলানা আব্দুল আজিজ আধুনিক সুন্দরগঞ্জের উন্নয়নের রূপকার। ইসলামী আদর্শকে মানুষের জীবনে প্রতিষ্ঠিত করতে তিনি আজীবন সংগ্রাম করেছেন। দরিদ্র ও অসহায় মানুষের প্রতি তার সহানুভূতি আমাদের প্রেরণা যোগাচ্ছে। তার স্বপ্নময় সুন্দরগঞ্জকে আরও উন্নত ও সমৃদ্ধ করার চেষ্টা চালিয়ে যাব।

উপজেলার তারাপুর ইউনিয়নের চাচীয়া মীরগঞ্জ আজিজিয়া বায়তুন নুর জামে মসজিদে এ আয়োজন করেন মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশন।

এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের সহ-সভাপতি রাশেদুল ইসলাম বাবু।

সংগঠনটির সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সজিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সমাজ কল্যাণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ মোজাহিদ, সদস্য গোলাম রব্বানী বুলবুলসহ অনেকে।

পরে মাওলানা আব্দুল আজিজের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম। শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হরিপুর ইউনিয়নের কানি চরিতাবাড়ী গ্রামের মৃত আজিজল হকের ছেলে নজরুল ইসলামকে ২ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়।