জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তার নির্বাচনী এলাকা গাইবান্ধার সুন্দরগঞ্জে ১২৯ পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
সোমবার বিকেল ৫ টার দিকে মহাসচিবের গ্রামের বাড়ি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম ফলগাছা গ্রামে এ আর্থিক সহায়তা পূজারীদের হাতে তুলে দেন।
দুর সময়ে এ আর্থিক সহায়তা পেয়ে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীরা চরম খুশির কথা জানিয়েছেন।
শান্তিরাম ইউনিয়নের শ্রী শ্রী রাধাগোবিন্দ নাম হট্ট ও জিউ মন্দির কমিটির সভাপতি শ্রী কমলেশ চন্দ্র বর্মন জানান, দেশের যে অবস্থা তাতে আমরা বর্তমানে দুর অবস্থায় আছি। জাতীয় পার্টির মহাসচিব প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের পাশে দাড়িয়েছেন। তার এ আর্থিক সহায়তায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
বেলকা ইউনিয়নের বেলকা বাজার মঙ্গলময়ী সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি জয়ন্ত কুমার দাস বলেন, ‘শত ব্যস্ততার মাঝেও পাটোয়ারী সাহেব আমাদের কথা মনে রেখেছেন। ঠিক সময়ে উনি এসে আমাদের মাঝে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এ জন্য আমরা তার কল্যাণ কামনা করছি।’
আর্থিক সহায়তা প্রদানকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বেলকা ইউনিয়নের বেলকা বাজার মঙ্গলময়ী সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি জয়ন্ত কুমার দাস, শান্তিরাম ইউনিয়নের শ্রী শ্রী রাধাগোবিন্দ নাম হট্ট ও জিউ মন্দির কমিটির সভাপতি শ্রী কমলেশ চন্দ্র বর্মন, জাতীয় পার্টির উপজেলা সিনিয়র সহসভাপতি মো. আনছার আলী সরদার. সহ-সভাপতি মাওলানা মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কওছর আজম হান্নু, রামজীবন ইউনিয়নের সাবেক সভাপতি এটিএম এনামুল হক মন্টু, তারাপুর ইউনিয়ন সভাপতি মো. শফিকুল ইসলাম মাস্টার, বেলকা ইউনিয়ন সভাপতি মো. রেজাউল ইসলাম রানা, চন্ডিপুর ইউনিয়ন সভাপতি মো. সাখাউল ইসলাম, পৌর সাংগঠনিক সম্পাদক ডাঃ মো. লিটন মিয়া, জাপা নেতা মুন্সি আমিনুল ইসলাম, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. সাইদুর রহমান, কৃষক পার্টির আহবায়ক আবুল কাশেম, পল্লীবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ, মহিলা পার্টির সভাপতি আক্তার বানু ইতি ও জাতীয় ছাত্রসমাজের আহবায়ক মো. শাহ সুলতান সরকার সুজন প্রমূখ।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
























