শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এ নির্বাচন জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দেয়ার: ডা. জিয়া

এই নির্বাচন আমাদের কাছে শুধু ভোটের প্রতিযোগিতা নয়। বরং জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম। তাই সবাইকে সুসংগঠিত, সচেতন ও পরিকল্পিতভাবে মাঠে নামতে হবে। তবেই ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা সম্ভব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কলাকৌশল ও দিকনির্দেশনা নির্ধারণে দিনব্যাপী অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম জিয়া।

মতবিনিময় সভায় তিনি ধানের শীষ উঁচু করে তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, এ মার্কা আমার একার নয়, এ মার্কা শহীদ জিয়াউর রহমানের, এ মার্কা কারা নির্যাতিত বেগম খালেদা জিয়ার, এ মার্কা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এবং এ মার্কা আপনাদের। অতএব এ মার্কার বিজয় সুনিশ্চিত করতে হবে। আর এর মধ্য দিয়ে জনগণ ফিরে পাবে তাদের হারানো অধিকার।

রোববার উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সকল অঙ্গ সংগঠনের আয়োজনে প্রার্থীর গ্রামের বাড়ি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচাতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও সহযোগী ১১ সংগঠনের ১৫ ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রত্যেক দলের নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে বরণ করে নেন এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম জিয়াকে।

মতবিনিময় সভায় তারা ধানের শীষের বিজয় সুচিন্তিত করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। তারা আরও বলেন, আমরা এখন সুসংগঠিত ও উজ্জীবিত। কেউ আর আমাদের দমিয়ে রাখতে পারবে না ইন্শ আল্লাহ।

সকাল ১১ টার দিকে শুরু প্রথম মতবিনিময় সভা। শুরুতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৩ টার দিকে শুরু হয় দ্বিতীয় মতবিনিময় সভা। এতে অংশ নেন কৃষকদল, শ্রমিক দল, তাতীদল, মৎস্যজীবী দল, ওলামা দল, জাসাস দল ও মহিলা দল। এবং শেষে সন্ধ্যা ৭ টার দিকে শুরু হয় মূল দলের নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময়।

নির্বাচনী কলাকৌশল ও দিকনির্দেশনা নির্ধারণী মতবিনিময় সভাগুলোতে বক্তব্য দেন বিএনপির উপজেলা আহবায়ক মো বাবুল আহমেদ, সদস্য সচিব মো মাহমুদুল ইসলাম প্রমাণিক, বামনডাঙ্গা ইউনিয়ন আহবায়ক গাফফার মোল্লা, সোনারায় ইউনিয়ন আহবায়ক মুছা কালিমুল্লাহ, তারাপুর ইউনিয়ন আহবায়ক নাজমুল হক, বেলকা ইউনিয়ন আহবায়ক আনোয়ার হোসেন বাবু, দহবন্দ ইউনিয়ন আহবায়ক শাখাওয়াত হোসেন বাদশা, সর্বানন্দ ইউনিয়ন আহবায়ক আজিজার রহমান, সদস্য সচিব আবু তাহের আলম, রামজীবন ইউনিয়ন আহবায়ক আশেক আলী, ধোপাডাঙ্গা ইউনিয়ন আহবায়ক তছলিম উদ্দিন বাবলু, ছাপড়হাটি ইউনিয়ন আহবায়ক এফআই জাহাঙ্গীর আলম, শান্তিরাম ইউনিয়ন আহবায়ক এম মাহফুজার রহমান লেলিন, হরিপুর ইউনিয়ন আহবায়ক রুপচান্দ, কঞ্চিবাড়ী ইউনিয়ন আহবায়ক আন্না কায়ছার, শ্রীপুর ইউনিয়ন আহবায়ক শাহদাৎ হোসেন সেলিম, চন্ডিপুর ইউনিয়ন আহবায়ক আব্দুল লতিফ বাবলু, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবদলের আব্দুর রহমান, সদস্য সচিব আলম জামান মিন্টু, ছাত্রদল সভাপতি ওয়ালিউজ্জামান মন্ডল, সাধারণ সম্পাদক হারুন-উর- রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম আজম, সদস্য সচিব মতিয়ার রহমান, কৃষকদলের সভাপতি ফারুক হোসেন, ওলামা দলের সভাপতি শহিদুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, মহিলা দলের সভাপতি মোছাঃ বিউটি বেগম ও মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন বিশ্ব।

জনপ্রিয়

এ নির্বাচন জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দেয়ার: ডা. জিয়া

প্রকাশের সময়: ০৮:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

এই নির্বাচন আমাদের কাছে শুধু ভোটের প্রতিযোগিতা নয়। বরং জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম। তাই সবাইকে সুসংগঠিত, সচেতন ও পরিকল্পিতভাবে মাঠে নামতে হবে। তবেই ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা সম্ভব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কলাকৌশল ও দিকনির্দেশনা নির্ধারণে দিনব্যাপী অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম জিয়া।

মতবিনিময় সভায় তিনি ধানের শীষ উঁচু করে তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, এ মার্কা আমার একার নয়, এ মার্কা শহীদ জিয়াউর রহমানের, এ মার্কা কারা নির্যাতিত বেগম খালেদা জিয়ার, এ মার্কা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এবং এ মার্কা আপনাদের। অতএব এ মার্কার বিজয় সুনিশ্চিত করতে হবে। আর এর মধ্য দিয়ে জনগণ ফিরে পাবে তাদের হারানো অধিকার।

রোববার উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সকল অঙ্গ সংগঠনের আয়োজনে প্রার্থীর গ্রামের বাড়ি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচাতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও সহযোগী ১১ সংগঠনের ১৫ ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রত্যেক দলের নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে বরণ করে নেন এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম জিয়াকে।

মতবিনিময় সভায় তারা ধানের শীষের বিজয় সুচিন্তিত করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। তারা আরও বলেন, আমরা এখন সুসংগঠিত ও উজ্জীবিত। কেউ আর আমাদের দমিয়ে রাখতে পারবে না ইন্শ আল্লাহ।

সকাল ১১ টার দিকে শুরু প্রথম মতবিনিময় সভা। শুরুতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৩ টার দিকে শুরু হয় দ্বিতীয় মতবিনিময় সভা। এতে অংশ নেন কৃষকদল, শ্রমিক দল, তাতীদল, মৎস্যজীবী দল, ওলামা দল, জাসাস দল ও মহিলা দল। এবং শেষে সন্ধ্যা ৭ টার দিকে শুরু হয় মূল দলের নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময়।

নির্বাচনী কলাকৌশল ও দিকনির্দেশনা নির্ধারণী মতবিনিময় সভাগুলোতে বক্তব্য দেন বিএনপির উপজেলা আহবায়ক মো বাবুল আহমেদ, সদস্য সচিব মো মাহমুদুল ইসলাম প্রমাণিক, বামনডাঙ্গা ইউনিয়ন আহবায়ক গাফফার মোল্লা, সোনারায় ইউনিয়ন আহবায়ক মুছা কালিমুল্লাহ, তারাপুর ইউনিয়ন আহবায়ক নাজমুল হক, বেলকা ইউনিয়ন আহবায়ক আনোয়ার হোসেন বাবু, দহবন্দ ইউনিয়ন আহবায়ক শাখাওয়াত হোসেন বাদশা, সর্বানন্দ ইউনিয়ন আহবায়ক আজিজার রহমান, সদস্য সচিব আবু তাহের আলম, রামজীবন ইউনিয়ন আহবায়ক আশেক আলী, ধোপাডাঙ্গা ইউনিয়ন আহবায়ক তছলিম উদ্দিন বাবলু, ছাপড়হাটি ইউনিয়ন আহবায়ক এফআই জাহাঙ্গীর আলম, শান্তিরাম ইউনিয়ন আহবায়ক এম মাহফুজার রহমান লেলিন, হরিপুর ইউনিয়ন আহবায়ক রুপচান্দ, কঞ্চিবাড়ী ইউনিয়ন আহবায়ক আন্না কায়ছার, শ্রীপুর ইউনিয়ন আহবায়ক শাহদাৎ হোসেন সেলিম, চন্ডিপুর ইউনিয়ন আহবায়ক আব্দুল লতিফ বাবলু, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবদলের আব্দুর রহমান, সদস্য সচিব আলম জামান মিন্টু, ছাত্রদল সভাপতি ওয়ালিউজ্জামান মন্ডল, সাধারণ সম্পাদক হারুন-উর- রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম আজম, সদস্য সচিব মতিয়ার রহমান, কৃষকদলের সভাপতি ফারুক হোসেন, ওলামা দলের সভাপতি শহিদুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, মহিলা দলের সভাপতি মোছাঃ বিউটি বেগম ও মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন বিশ্ব।